আমুদরিয়া নিউজ : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর নেতা ইমরান খানের সঙ্গে জেলে এখন আর কেউ দেখা করতে পারবে না। পাক সরকারের পক্ষে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আদিয়ালা জেলে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে। পাক সরকারের এক মুখপাত্র ইমরান খানকে যুদ্ধের উন্মাদনায় আক্রান্ত সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেন।