আমুদরিয়া নিউজ : এক হাতে জল ভর্তি বালতি। অন্য হাতে জলের পাইপ। এভাবেই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে এক তরুণ। দেখে মনে হবে তিনি বাড়ির বারান্দা পরিষ্কার করতে লেগে পড়বেন এখনই। তবে ভিডিওর এই দৃশ্যের সঙ্গে পরের দৃশ্যের কোনও মিল নেই। পরের দৃশ্যে তরুণকে দেখা গেল সাবান মাখানো পিছল বারান্দায় দিব্যি সাঁতার কাটার মতো হাত পা নেড়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে গেলেন। খামখেয়ালি এই ভিডিওর ক্যাপশন, ডোন্ট লেট দেম নো ইওর নেক্সট মুভ।
