আমুদরিয়া নিউজ: ভারত থেকে নিয়োগ বন্ধ করে বেশি করে আমেরিকায় কর্মসংস্থানে জোর দিতে হবে। গুগল, মাইক্রোসফটের মতো আইটি সংস্থাগুলিকে কড়া বার্তা দিলেন ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত এক শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘‘চিনে কারখানা তৈরি কিংবা ভারত থেকে প্রযুক্তি কর্মীদের নিয়োগ করার বদলে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির এখন উচিত নিজেদের দেশে কর্মসংস্থান তৈরিতে বেশি মনোযোগ দেওয়া।’’ তাঁর কথায়, “আমাদের অনেক বড় বড় প্রযুক্তি সংস্থা চিনে তাদের কারখানা তৈরি করে, ভারতীয় কর্মী নিয়োগ করে এবং আয়ারল্যান্ডে মুনাফা সঞ্চয় করে আমেরিকান স্বাধীনতার আশীর্বাদ লাভ করেছে। এই সবের পাশাপাশি তারা দেশে নাগরিকদের বঞ্চিত করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনে সেই সব আর হবে না।” প্রসঙ্গত, গুগল কিংবা মাইক্রোসফটের মতো সংস্থায় বিপুল সংখ্যক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী কাজ করছেন। ট্রাম্পের এই নির্দেশিকার পর কি সেই রাস্তা বন্ধ হয়ে যাবে? বাড়ছে উদ্বেগ।
