আমুদরিয়া নিউজ : তসলিমা নাসরিন মাঝেমাঝে এমন পোস্ট দেন ফেসবুকে যে হইচই পড়ে যায়।
এবার কদিন আগে তিনি লিখেছেন—
বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে রোমান্টিক বা বৈবাহিক সম্পর্ক কেন টিকছে না? সাবিনা ইয়াসমিন আর কবীর সুমন বিয়ে করলেন। বিরাট হইচই হল। দুজনে কিছুদিন একসঙ্গে গান গাইলেন। এরপর নিস্তব্ধতা। যে যার মতো যার যার দেশে জীবন যাপন করছেন। সাবিনা আর সুমনের মধ্যে কোনো সম্পর্ক অবশিষ্ট রয়েছে বলে মনে হয় না।
এরপর সৃজিত আর মিথিলা বিয়ে করলেন। বিরাট হইচই হলো। দুইজনে কিছু দিন একসঙ্গে চলাফেরা করলেন। এরপর নিস্তব্ধতা। যে যার মতো যার যার দেশে জীবনযাপন করছেন। সৃজিত তার ১০-১২টা সাপ নিয়ে, আর মিথিলা তার কন্যা নিয়ে। মিলন থাকলে বিচ্ছেদ থাকে এ নতুন কিছু নয়। কিন্তু তারপরেও মনে হয় দুই দেশের মানুষের মধ্যে হৃদয়ের বন্ধন দৃঢ় হলে অসাম্প্রদায়িকতার নিদর্শন চমৎকার হতে পারত।
এখানেই পোস্ট শেষ। পোস্ট দেখে আপনার কোনও প্রতিক্রিয়া?