আমুদরিয়া নিউজ : মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে নয়া মসজিদ নির্মাণ ও শিলান্যাসকে কেন্দ্র করে যে বিতর্কের জল্পনা তৈরি হয়েছিল। তা থেকে আদালত নিজেকে সরিয়ে নিল। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, এ ধরনের অনুষ্ঠানে অনুমতি দেওয়া বা বন্ধ রাখার সিদ্ধান্ত তাদের নয়। আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্পূর্ণই রাজ্য প্রশাসন ও পুলিশের দায়িত্ব। আবেদনকারীর দাবি ছিল, শিলান্যাস হলে এলাকায় অশান্তি দেখা দিতে পারে। তবে বিচারপতি বেঞ্চ স্পষ্ট জানায়, ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে আদালত মাথা ঘামাবে না; যদি কোনও পরিস্থিতি সৃষ্টি হয়, তা সামলাবে স্থানীয় কর্তৃপক্ষই। রায় প্রকাশের পর প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টির উপর নজর রাখা হবে। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করে শান্তি বজায় রাখার প্রস্তুতি রয়েছে।