আমুদরিয়া নিউজ: জীবন ও স্বাস্থ্য বিমা থেকে তুলে নেওয়া হল জিএসটি। বুধবার জিএসটি কাউন্সিলের মিটিংয়ের পর এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সীতারামন জানিয়েছেন, এ বার থেকে দুটি হারে (৫ এবং ১৮ শতাংশ) জিএসটি কার্যকর হবে। মাত্র কয়েকটি ক্ষেত্রে থাকবে ৪০ শতাংশ কর। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হবে। যেসব জিনিসে ৫ শতাংশ জিএসটি ছিল তারমধ্যে বহু জিনিসের জিএসটি শূন্য করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে ৩৩টি জীবনদায়ী ওষুধ এবং পাউরুটি। রুটি-পরোটা, পনিরের উপর থেকেও প্রত্যাহার করা হয়েছে জিএসটি। লটারি এবং পানমশলা, কোল্ড ড্রিঙ্কস, মদের মতো তামাকজাত পণ্যে ৪০ শতাংশ জিএসটি কার্যকর হবে।
