আমুদরিয়া নিউজ: দু’বছরের কম বয়সি শিশুদের কাশির ওষুধ দেওয়া উচিত নয়! সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মধ্যপ্রদেশে কাফ সিরাপ খেয়ে মাত্র ১৪ দিনে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ, কাফ সিরাপ খাওয়ানোর জেরেই কিডনি বিকল হয়ে যায় তাদের। মধ্যপ্রদেশের পাশাপাশি রাজস্থানেও একই ভাবে দু’জন শিশুর মৃত্যু হয়েছে। তবে শিশুমৃত্যুর ঘটনায় যে কাশির ওষুধ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, তার নমুনা পরীক্ষা করে কেন্দ্র জানিয়েছে, এতে কোনও বিষাক্ত পদার্থ নেই! তবে এই ঘটনার পরেই কেন্দ্রীয় সরকার শিশুদের ক্ষেত্রে কাফ সিরাপ প্রেসস্ক্রাইব করা নিয়ে বাড়তি সতর্কতার নির্দেশিকা জারি করল।
