আমুদরিয়া নিউজ: বিহারে সব গ্রাহককে মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। ভোটমুখী বিহারে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার জানান, আগামী ১ অগস্ট থেকেই এই পরিষেবা পাবেন প্রত্যেকে। এমনকি জুলাই মাসের বিলে ১২৫ ইউনিটের বা তার কম বিদ্যুৎ খরচে কোনও টাকা দিতে হবে না বলে জানিয়েছেন তিনি। নীতীশ লেখেন, “একদম শুরুর দিন থেকে আমরা সুলভ মূল্যে প্রত্যেককে বিদ্যুৎ পরিষেবা দিয়ে যাচ্ছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ১ অগস্ট থেকে ১২৫ ইউনিট পর্যন্ত খরচে কাউকে বিদ্যুতের জন্য টাকা দিতে হবে না।” এর ফলে বিহারের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবে। পাশাপাশি তাপবিদ্যুতের ব্যবহার কমিয়ে আগামী তিন বছরে বিহারে আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরিরও আশ্বাস দিয়েছেন নীতীশ। জানিয়েছেন, ‘কুটির জ্যোতি যোজনা’ প্রকল্পে কোনও গরিব পরিবার বাড়িতে সৌর প্যানেল বসালে তার খরচ বহন করবে তাঁর সরকার। প্রসঙ্গত, আগামী অক্টোবর–নভেম্বরে বিহারে বিধানসভা ভোট হতে পারে। তার আগে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করে চলেছেন নীতীশ।
