আমুদরিয়া নিউজ: বিহার বিধানসভা ভোটের মুখে বড় চমক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিহারে সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ চালু করা হবে সরকারের তরফে। সমাজমাধ্যমে একটি পোস্ট করে নীতীশ জানান, বিহারের প্রশাসনিক ব্যবস্থায় আরও বেশি মহিলাকে অংশগ্রহণের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ করতে চলেছে বিহার সরকার। শুধু তাই নয়, রাজ্যের যুব সম্প্রদায়ের স্বার্থে ‘বিহার যুব কমিশন’ গঠনেরও ঘোষণা করেন নীতীশ। পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিহারের যুবকদের আরও বেশি করে কর্মসংস্থানের সুযোগ করে দিতে, প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষ করে তুলতে সরকার বিহার যুব কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার তরফে এই প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে।’
