আমুদরিয়া নিউজ: সামনেই বিহার বিধানসভা নির্বাচন। তার আগে শিক্ষাক্ষেত্রে যুক্ত কর্মীদের বেতন ও সাম্মানিক একধাক্কায় দ্বিগুণ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার বিহার সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মিড ডে মিলে রাঁধুনীদের ভাতা বাড়ানো হচ্ছে। আগে তারা পেতেন ১৬৫০ টাকা, এবার থেকে তারা ৩৩০০ টাকা বেতন পাবেন। স্কুলে কর্মরত নাইট গার্ড বা নিরাপত্তারক্ষীদের বেতনও ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ফিজিক্যাল এডুকেশন ও হেলথ ইনস্ট্রাকটরদের বেতন ৮ হাজার থেকে বেড়ে ১৬ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধিও ২০০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়াও সম্প্রতি আশাকর্মীদের সম্মানভাতা বৃদ্ধির ঘোষণা করেন তিনি। এখন থেকে আশাকর্মীরা পাবেন মাসে ৩০০০ টাকা করে, আগে তা ছিল মাত্র ১০০০ টাকা। মমতা কর্মীদের ডেলিভারি পিছু ভাতা ৩০০ টাকা থেকে বেড়ে ৬০০ টাকা করা হয়েছে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশনও একধাক্কায় ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করেছেন নীতীশ।
