আমুদরিয়া নিউজ: মহাকাশে পাড়ি দিল ভারত-মার্কিন যৌথ উদ্যোগে তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ ‘নিসার’। বুধবার বিকেল ৫টা বেজে ৪০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহটির সফল উৎক্ষেপণ হয়েছে। এটি তৈরি করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই উপগ্রহের লক্ষ্য, ভূপৃষ্ঠের মাটি, তুষার এবং বাস্তুতন্ত্রের পর্যবেক্ষণ, পরীক্ষা ও রিপোর্ট সংগ্রহ। নাসা এবং ইসরোর নামের সংযোজনে নাম রাখা হয়েছে নিসার । যার পুরো নাম নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইট। ইসরো জানিয়েছে, নিসার উপগ্রহের কাজ হবে, ভূমি ও তুষারের ক্ষয় সম্পর্কে গবেষণা, জমির বাস্তুতন্ত্র এবং আমেরিকা ও ভারতের মিলিত স্বার্থ রয়েছে এমন মহাসাগরীয় এলাকার পরীক্ষানিরীক্ষা। এছাড়াও এই উপগ্রহ বনাঞ্চলের মরশুমি পরিবর্তন, পর্বতের চ্যুতি, হিমালয় ও আন্টার্কটিকায় হিমবাহের গতিপ্রকৃতি, উত্তর ও দক্ষিণ মেরু সম্পর্কে খবরাখবর ও ছবি পাঠাবে। শুধু তাই নয় পৃথিবীর পরিবেশ ও বাস্তুতন্ত্র, বায়ুমণ্ডল, বনজঙ্গল, হিমবাহ, ভূকম্পন এবং প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করবে।
