আমুদরিয়া নিউজ: কেরলের মালাপ্পুরম জেলায় ফের নিপা ভইরাসে আক্রান্তের হদিশ মিলল। আক্রান্ত মহিলার বয়স ৪২। স্বাস্হ্য দপ্তর সূত্রে খবর তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পুণের ন্যাশানাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষা করানোর পর তাঁর নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হন চিকিৎসকরা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মহিলার পরিবারের সাত জন-সহ মোট ২১ জনের রক্ত পরীক্ষা করা হয়। যদিও তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
