আমুদরিয়া নিউজ: ২১ জুলাই ইউজিসি নেট-এর ফল প্রকাশিত হয়েছে। তাতেই জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদনের যোগ্যতা অর্জনে দেশে বাংলা বিষয়ে সর্বভারতীয় স্তরে ৩ হাজার ৬৮৪ জনের মধ্যে প্রথম হয়েছেন কাটোয়ার নিলুফা ইয়াসমিন।। প্রাপ্ত নম্বর ১০০ পার্সেন্টাইল। অন্যদিকে জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিষয়ে সারা ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কলকাতার রিক্তা চক্রবর্তী। এই সাফল্যে বাংলার দুই কৃতীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্সে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ইউজিসি নেটে বাংলায় ১০০ শতাংশ নম্বর পেয়ে ভারতে প্রথম স্থান অধিকারী কাটোয়ার নীলুফা ইয়াসমিনকে অভিনন্দন। গণযোগাযোগ ও সাংবাদিকতায় ভারতে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য কলকাতার রিক্তা চক্রবর্তীকেও অভিনন্দন জানাই। তোমাদের সাফল্য আমাদের রাজ্যকে গর্বিত করেছে।”
