আমুদরিয়া নিউজ: ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণ মামলার রায় ঘোষণা হল বৃহস্পতিবার। প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিল এনআইএ আদালত। আদালত জানিয়েছে, কেবল সন্দেহের বশে মামলা এগোনো যায় না। অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তিসঙ্গত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে সরকার পক্ষ। ২০০৮-এর ২৯ সেপ্টেম্বর রাতে মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁও শহরে এক বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছিলেন একশোরও বেশি। তদন্তে জানা যায়, মালেগাঁও শহরে মসজিদ লাগোয়া কবরস্থানে একটি মোটরসাইকেলে দু’টি বোমা রাখা ছিল। তাতেই বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্তে নামে মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। তদন্তে উঠে আসে প্রজ্ঞা ঠাকুরের নামে ওই বাইকের রেজিস্ট্রেশন ছিল। গ্রেফতার হন প্রজ্ঞা এবং প্রাক্তন সেনা আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল প্রসাদশ্রীকান্ত পুরোহিত। পরে দু’জনেই জামিন পান। মামলায় অন্যান্য অভিযুক্তরা ছিলেন অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, অজয় রাহিকর, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী ও সমীর কুলকার্নি। যদিও ৭ অভিযুক্তই জামিনে মুক্ত ছিলেন। এনআইএ-র বিশেষ বিচারক একে লাহোটি সকলকেই এদিন বেকসুর খালাস বলে ঘোষণা করেছেন।