আমুদরিয়া নিউজ : আমেরিকার ইতিহাসে গত ৬০ বছরে যা হয়নি সেটাই করে দেখালেন এক ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণ শিক্ষাবিদ জোহরান মামদানি। গত মঙ্গলবার এই ডেমোক্র্যাট প্রার্থী নিউইর্য়কের মেয়র হিসেবে জয়ী হয়েছেন। ১৯৬৫ সালের পর থেকে হিসেব ধরলে এযাবৎ সবচেয়ে বেশি ভোট পাওয়া মেয়র এখন তিনি। আল জাজিরা সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, জোহরান মামদানি পেয়েছেন ১০ লাখ ৩৩ হাজার ৪৭১ টি ভোট। এটি ১৯৬৫ সালে নিউইয়র্কের মেয়র নির্বাচনের পর সর্বোচ্চ। ওই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন লিন্ডসে ১১ লাখ ৪৯ হাজার ১০৬ ভোট পেয়েছিলেন।
তবে নিউইয়র্কের মেয়র নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়ার কৃতিত্ব ডেমোক্র্যাট প্রার্থী রবার্ট এফ ওয়্যাগনার জুনিয়রের। ১৯৬১ সালের নির্বাচনে তিনি পেয়েছিলেন প্রায় ১২ লাখ ভোট। তার আগের ১৯৫৭ সালের নির্বাচনে সর্বকালের সর্বোচ্চ ১৫ লাখ ভোট পেয়েছিলেন তিনি। ওয়্যাগনার দুবারই নিউইয়র্কের মেয়র হয়েছিলেন।
তরুণ মেয়র জোহরান মামদানি দীর্ঘদিন ধরেই খবরের শিরোনামে। ১৮৯২ সালের পর থেকে শহরের সবচেয়ে তরুণ মেয়র হিসেবে তিনি দায়িত্ব নেবেন। তিনি বিশ্ববাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই মহানগরীর প্রথম মুসলিম ও আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মেয়রও।
মামদানি ইজরায়েলের গাজায় হামলার বিষয়ে কড়া সমালোচনা করে থাকেন। তিনি আন্তর্জাতিক আদালত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে তা কার্যকর করার দাবি তুলেছেন বারেবারে। এমনও বলেছেন, নিউইয়র্কে এলে তিনি নেতানিয়াহুকে গ্রেফতারের ব্য়বস্থা করবেন।
ঘটনা হল আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনবহুল নগরী হল নিউইয়র্ক সিটি। সেখানে মেয়র নির্বাচনে জোহরান মামদানির জয় সে দেশের রাজনীতির গতিপথের একটি গুরুত্বপূর্ণ বাঁকবদল বলে অনেকে মনে করছেন।
ভারতীয় বংশোদ্ভূত শিক্ষাবিদ মাহমুদ মামদানি এবং সিনেমা নির্মাতা মীরা নায়ারের ছেলে জোহরান।
আরও গুরুত্বপূর্ণ হল মামদানি জয়ের পরে ভাষণে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে দেওয়া চ্যালেঞ্জ ছুঁড়েছেন, বলেছেন,
‘ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার তিনটা শব্দ আছে, আরও জোরে চেঁচান’।
গাজায় গণহত্যার দায়ে বেঞ্জামিন নেতানিয়াহুকে নিউইয়র্কে আসামাত্র গ্রেফতারের কথাও তিনি আবার বলেছেন।
নিউইয়র্ক হল কর্পোরেট ও অভিজাত ব্যবসায়ীদের দ্বারাই পরিচালিত শহর বলে মনে করা হয়। এই ধনীদের একাংসের বিরুদ্ধে জোরাল প্রচার চালিয়েছিলেন মামদানি। বিপুল সংখ্যক অভিভাসীদের সমর্থন পেয়েছেন। আমেরিকার আমজনতা মানে সাধারণ মানুষ তাঁকে সমর্থক জুগিয়েছেন বলে জিতেছেন। এখন শহর চালাতে গেলে ধনী গোষ্ঠীর সহযোগিতা পড়বেই। ধনী গোষ্ঠীর সঙ্গে শান্তিপূর্ণ সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী পয়লা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কের মেয়র পদে শপথ গ্রহণ করবেন জোহরান মামদানি।