আমুদরিয়া নিউজ ডেস্ক : দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আতিশী মারলেনা। আবগারি দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল তিহার জেল থেকে জামিনে মুক্তি পেযে ইস্তফার কথা জানান। তিনি আতিশীর নাও ঘোষণা করে দেন। শনিবার আতিশী শপথ নেন। দিল্লির অষ্টম এবং কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী তিনি।
 
			 
					 
		 
		 
		 
		