আমুদরিয়া নিউজ : লোকসভায় পেশ হয়েছে ‘রাইট টু ডিসকানেক্ট বিল’, যেখানে প্রস্তাব রাখা হয়েছে যে অফিস সময় শেষ হলে কর্মীরা আর কোনও অফিসের কল, ইমেল বা মেসেজের জবাব দিতে বাধ্য থাকবেন না। দীর্ঘদিন ধরে কর্মীদের অভিযোগ ছিল—অফিসের কাজ শেষ হওয়ার পরও ফোন, মেসেজ বা ইমেলের চাপ বাড়তি মানসিক চাপ তৈরি করে। নতুন বিল সেই চাপ কমাতেই উদ্যোগী হয়েছে।
বিলে কর্মীদের স্বার্থ রক্ষায় একটি আলাদা ওয়েলফেয়ার অথরিটি গঠনের কথাও বলা হয়েছে। এই কর্তৃপক্ষ দেখবে যে অফিসের নির্দিষ্ট সময়ের পর কর্মীরা নিজের ব্যক্তিগত সময় কাটাতে পারেন কি না। কাজের চাপ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এই আইনের মূল লক্ষ্য। অনেক বিশেষজ্ঞই মনে করছেন, আইনটি কার্যকর হলে কর্মীদের মানসিক সুস্থতা অনেকটাই বাড়বে।