আমুদরিয়া নিউজ: সবচেয়ে কনিষ্ঠ ও নেদারল্যান্ডসের ইতিহাসে প্রথম স্বঘোষিত সমকামী প্রধানমন্ত্রী হতে চলেছেন ৩৮ বছরের রব জেটেন। অত্যন্ত কঠিন একটি লড়াইয়ে মুসলিম-বিরোধী অতিরক্ষণশীল নেতা গ্রিট উইল্ডার্সকে হারিয়েছেন রব। ডাচ মধ্যপন্থী দল ডি৬৬-এর নেতা রব জানিয়েছেন, ‘আমি খুশি যে আমরা এই নির্বাচনে সবচেয়ে বড় দল হয়েছি। ডি৬৬-এর জন্য এটি একটি ঐতিহাসিক ফলাফল।’ রব জেটেন আর্জেন্টিনার হকি খেলোয়াড় নিকোলাস কিনানের সঙ্গে সম্পর্কে রয়েছেন। আগামী বছর স্পেনে তাদের বিয়ে করার কথা।