আমুদরিয়া নিউজ : সারাদিন ধরে মোবাইল ফোনেই মুখ গুজে রাখতেন ওই পরীক্ষার্থী। কিছুদিন আগেই নিট পরীক্ষার কোচিন নিয়ে বাড়ি ফিরেছিল সে। ফোন ব্যবহারে মানা করায় বাবা মায়ের ওপর হামলা করে সে। ঘটনাটি মধ্যপ্রদেশের বালাঘাট জেলার। তাঁর মা হাসপাতালেই মারা যান, বাবা আইসিইউ তে। ওই পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। দিনের পর দিন তরুণ প্রজন্মের ফোনের প্রতি আসক্তি ও তার জেরে রাগ, যা এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।