আমুদরিয়া নিউজ: দেশজোড়া বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কেপি শর্মা ওলি। সোমবার থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ শুরু করে যুবসমাজ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিল ক্ষুব্ধ জনতা। সেনাবাহিনীর তরফেও তাঁকে পদত্যাগের অনুরোধ করা হয়েছিল। সূত্রের খবর, নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তাঁকে ইস্তফা দেওয়ার জন্য অনুরোধ করেন। এর পর সেনাবাহিনীর কাছে নিরাপত্তার নিশ্চয়তা চান ওলি। তার পরেই পদত্যাগ করেন। রাষ্ট্রপতির উদ্দেশে লেখা পদত্যাগপত্রে ওলি লিখেছেন, ‘‘সমস্যার সমাধান যাতে আরও সহজ হয়, রাজনৈতিক ভাবে যাতে এর সমাধান বার করা যায়, তাই আমি পদত্যাগ করছি।’’ এদিকে সূত্রের খবর, দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন ওলি। তাঁর গন্তব্য হতে পারে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই।
