আমুদরিয়া নিউজ: আর্থিক দুর্নীতির মামলায় নীরব মোদির ভাই নেহাল মোদি গ্রেপ্তার হলেন আমেরিকায়। ৪৬ বছর বয়সি নেহাল বর্তমানে বেলজিয়ামের নাগরিক। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) আর্থিক তছরুপের মামলায় নীরবের পাশাপাশি অভিযুক্ত নেহালও। ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত নীরবের হয়ে টাকা পাচারের অভিযোগ রয়েছে তাঁর ভাই নেহালের বিরুদ্ধে। সিবিআইয়ের পাশাপাশি ইডির মামলাতেও অন্যতম অভিযুক্ত তিনি। ইডির চার্জশিটে নাম রয়েছে নেহালের। তাঁর বিরুদ্ধে প্রমাণ ধ্বংস করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ইচ্ছাকৃত ভাবে এবং জেনেবুঝে নীরবের বেআইনি কাজে সাহায্যের অভিযোগও রয়েছে নেহালের বিরুদ্ধে। সিবিআই তাঁর খোঁজ চালাচ্ছিল। জানা গিয়েছে, শুক্রবার ৪ জুলাই তাঁকে গ্রেপ্তার করেছে মার্কিন প্রশাসন। সিবিআই এবং ইডির প্রত্যার্পণের অনুরোধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। এর পরেই নেহালকে গ্রেপ্তার করা হল। শনিবার তাঁকে আমেরিকার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেন সে দেশের তদন্তকারীরা। আগামী ১৭ জুলাই আমেরিকার আদালত পরবর্তী শুনানি রয়েছে। ২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণখেলাপের মামলায় অভিযুক্ত হন হিরে ব্যবসায়ী নীরব। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পরেই দেশ ছেড়ে পালিয়েছিলেন। ২০১৯ সাল থেকে ব্রিটেনের এক কারাগারে বন্দি রয়েছেন নীরব মোদি। ইতিমধ্যেই তাঁকে ‘পলাতক অর্থনৈতিক অপরাধী’ হিসেবে ঘোষণা করেছে ভারত। ব্রিটেনের হাইকোর্টে তাঁর প্রত্যর্পণের জন্য অনুরোধও করেছে নয়াদিল্লি।