আমুদরিয়া নিউজ: আবার বিমান বিপত্তি। এবার আহমেদাবাদ থেকে দিউগামী ইন্ডিগোর বিমানের ইঞ্জিনে আগুন। বুধবার সকাল ১১টায় অহমদাবাদ বিমানবন্দর ছাড়ার কথা ছিল ইন্ডিগোর ওই বিমানটির। টেকঅফের ঠিক আগের মুহুর্তে বিমানটিকে মূল রানওয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পাইলট। তখনই ইন্ডিগোর ওই বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। রানওয়ে ছাড়ার পরমুহূর্তেই তা পাইলট টের পান। বিপদ বুঝতে পেরে এটিএসকে মে-ডে কল পাঠান পাইলট। ইঞ্জিনে আগুন নিয়েই বিমানটিকে নিরাপদে রানওয়েতে ফেরাতে পেরেছেন পাইলট। তড়িঘড়ি যাত্রী-সহ মোট ৬০ জনকে উড়ান থেকে নামানো হয়। ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। বিমান সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে ওই বিমানের প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করে তারপর পরবর্তী উড়ানের অনুমতি দেওয়া হবে।
