আমুদরিয়া নিউজ: ৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা জনপ্রিয় রেজিস্টার্ড পোস্ট পরিষেবা বন্ধ করে দিতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে আর মিলবে না এই পরিষেবা। ভারতীয় ডাক বিভাগ সূত্রে খবর, ডাক ব্যবস্থার আধুনিকীকরণ করতেই এই পদক্ষেপ। পরিষেবাটি যুক্ত করা হতে চলেছে স্পিড পোস্টের সঙ্গে। একসময় দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে গুরুত্বপূর্ণ নথি, যেমন আইন আদালতের বিজ্ঞপ্তি কিংবা কোনও সরকারি দপ্তর থেকে পাঠানো চিঠি পাঠানোর জন্য রেজিস্টার্ড পোস্ট ছিল প্রথম পছন্দ। কিন্তু ডিজিটালাইজেশনের যুগ এবং বেসরকারি ক্যুরিয়ার সংস্থাগুলির উত্থানের ফলে এই পরিষেবার ব্যবহার কমেছে। পোস্ট অফিসের পক্ষ থেকে বলা হয়েছে বিগত কয়েক বছরে এই খাতে তাদের ২৫ শতাংশ ক্ষতি হয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে এতে আর্থিক চাপ বাড়বে গ্রাহকদের। রেজিস্টার্ড পোস্টে খরচ পড়ে ২৫ টাকা ৯৬ পয়সা। এছাড়াও প্রতি অতিরিক্ত ২০ গ্রামের জন্য খরচ পড়ে ৫ টাকা। সেখানে স্পিডপোস্ট শুরুই হয় ৪১ টাকা থেকে। ৫০ গ্রাম পর্যন্ত ওই খরচেই হয়ে যায়।
