আমুদরিয়া নিউজ: ভারত এবং রাশিয়া, দুই দেশের অর্থনীতিই মৃত। ফের কটাক্ষ ছুঁড়লেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী বোঝাপড়া করছে, তা নিয়ে আমি ভাবিত নই। একসঙ্গে তারা তাদের মৃত অর্থনীতিকে অধঃপতনে নিয়ে যেতে পারে।” একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সংযোজন, “আমরা ভারতের সঙ্গে খুব সামান্য পরিমাণ ব্যবসা করি। তাদের শুল্ক প্রচণ্ড চড়া, বিশ্বে সবচেয়ে বেশি। আর রাশিয়া আর আমেরিকার মধ্যে প্রায় কোনও বাণিজ্যই হয় না।” তিনি এও অভিযোগ করেন, “ভারত সবসময়ই রাশিয়ার থেকে সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম কেনে। এখন যখন গোটা বিশ্ব চায়, রাশিয়া যেন ইউক্রেনে রক্তপাত বন্ধ করে, তখন ভারত ও চিন মিলে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি গ্রাহক হয়ে উঠেছে।” ট্রাম্পের আরও সংযোজন, “ভারত আমাদের বন্ধু হলেও ওদের সঙ্গে ব্যবসা সবসময়ই সীমিত। কারণ, শুধু শুল্ক নয়, ওদের বাণিজ্য নীতিও বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন ও বিরক্তিকর।” বুধবার বিকেলে (ভারতীয় সময়) ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেন। তিনি রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
