আমুদরিয়া নিউজ: দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণন। তিনি ভোট পেলেন ৪৫২টি। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন মাত্র ৩০০ ভোট। ১৫২ ভোটের ব্যবধানে জয়ী হলেন তিনি। এদিন, উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। এ বারের লড়াই ছিল মূলত এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থী তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডির মধ্যে।
