আমুদরিয়া নিউজ: ‘পুলিশের চর’ বলে দাগিয়ে দিয়ে এবার ছত্তিশগড়ের বিজাপুরে এক বিজেপি কর্মীকে খুন করল মাওবাদীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিজাপুরের ইলমিডি থানার অন্তর্গত মুজালকাঙ্কেরে। মৃত ওই বিজেপি কর্মীর নাম সত্যম পুনেম। সোমবার রাতে সত্যমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় মাওবাদীরা। এরপর রীতিমতো মারধোর করে হত্যা করা হয় ওই ব্যক্তিকে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে গিয়ে সত্যমের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি লিফলেটও পাওয়া গিয়েছে। মাওবাদীদের মাডেড এরিয়া কমিটির তরফে প্রকাশিত ওই লিফলেটে লেখা আছে, সতর্ক করার পরও নাকি সত্যম পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তিনবার সতর্ক করা সত্ত্বেও তিনি গোপনে পুলিশের হয়ে চরবৃত্তি করছিলেন, যার জেরেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মাওবাদীদের খোঁজে চলছে তল্লাশি।