আমুদরিয়া নিউজঃ ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দুশ্চিন্তায় নস্যশেখ উন্নয়ন পরিষদ। সংগঠনের তরফে এই বিলের বিরোধিতা করার পাশাপাশি প্রত্যাহার করার দাবি তোলা হয়েছে। জানুয়ারি মাসে এই নিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক। রবিবার কোচবিহারে নস্যশেখ উন্নয়ন পরিষদের সাধারণ সভা শেষ হওয়ার পর এই বিষয়ে জানান তিনি। কোচবিহারের কাছাড়ি মোড় সংলগ্ন অতিথি নিবাসে শণিবার থেকে দুই দিন ব্যাপী সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সভা অনুষ্ঠিত হল।
দুদিনের এই সভায় উপস্থিত ছিলেন নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মহম্মদ মাহিরুদ্দিন, সম্পাদক আমিনাল হক ও উত্তর বঙ্গের সমস্ত জেলার প্রতিনিধিরা। এই সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংগঠনকে বিস্তার ও মজবুত করতে বিভিন্ন জেলার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনী বিল এনেছে তার তীব্র নিন্দা জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। জানা গিয়েছে, ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতি জেলায় সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকদের স্মারকলিপি দানের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে দরবার করা হবে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনাল হক জানিয়েছেন, দুই দিন ধরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হল। সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনী বিল এনেছে তা তাদের কাছে চরম দুর্ভাগ্য জনক। তারা এই বিল নিয়ে চিন্তিত। তারা এই বিল প্রত্যাহার করার দাবি জানাচ্ছে। তার জন্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠাবেন।