আমুদরিয়া নিউজ: এবার দক্ষিণ-পশ্চিম অফ্রিকার দেশ নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভারতের প্রধানমন্ত্রীকে ‘অর্ডার অফ দ্য মোস্ট অ্য়াসিয়েন্ট ওয়েলউইচিয়া মিরাবিলিস’-এ সম্মানিত করলেন নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নন্দি-নদাইতওয়াহ। সম্মানিত হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, “এই সম্মান পাওয়ার জন্য আমি রাষ্ট্রপতি, নামিবিয়ার সরকার এবং নামিবিয়ার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ১.৪ বিলিয়ন ভারতীয়ের পক্ষ থেকে বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি।”এই নিয়ে ২৭টি আন্তর্জাতিক সম্মান পেলেন নমো।
