আমুদরিয়া নিউজ: ব্রিকস সম্মেলনে যোগ দিতে জুলাইতে ব্রাজিল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ব্রাজ়িলে যাওয়ার পথে আরও তিনটি দেশ এবং ফেরার পথে একটি দেশ সফর করবেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে তাঁর সফরসূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই রওনা দেবেন প্রধানমন্ত্রী। প্রথমে যাবেন পশ্চিম আফ্রিকার ঘানায়। এটি মোদির প্রথম ঘানা সফর। ভারতের কোনও প্রধানমন্ত্রী গত তিন দশকে ঘানা সফর করেননি। ৩ তারিখ পর্যন্ত তিনি ঘানায় থাকবেন। ঘানা থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ ও টোবাগোতে যাবেন তিনি। ৩ এবং ৪ জুলাই এই দেশে থাকবেন। ১৯৯৯ সালের পর ত্রিনিদাদ ও টোবাগোতে এটাই ভারতের কোনও প্রধানমন্ত্রীর প্রথম সফর। সেখান থেকে মোদি চলে যাবেন আর্জেন্টিনায়। ৪ এবং ৫ জুলাই সেখানে থাকবেন। প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। আর্জেন্টিনা থেকে ব্রাজি়লে যাবেন মোদি। সেখানে আয়োজিত ১৭তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন তিনি। ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত ব্রাজ়িলে থাকার কথা মোদির।
