আমুদরিয়া নিউজ: ২৩ বছর পর ভারতে বসতে চলেছে দাবা বিশ্বকাপের আসর। আর এই লম্বা সময় পর দাবা বিশ্বকাপ ভারতে আয়োজন হওয়ায় স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘২০ বছর পর ভারতে FIDE বিশ্বকাপ আয়োজিত হবে। তাতে খুবই আনন্দিত। আমাদের তরুণদের মধ্যে দাবার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। দেশে এই খেলার জনপ্রিয়তা আরও বাড়বে। আমি নিশ্চিত এই টুর্নামেন্ট একাধিক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকবে। বিশ্বের সেরা প্লেয়ারদের মধ্যে উপভোগ্য লড়াইও দেখা যাবে।’ গোয়ায় ৩০ অক্টোবর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছেন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, বিশ্বের পাঁচ নম্বর অর্জুন এরিগাইসি এবং বিশ্বের এক নম্বর তারকা ম্যাগনাস কার্লসেন।