আমুদরিয়া নিউজ: আলিপুরদুয়ারে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টা নাগাদ প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে অবতরণ করে তাঁর কপ্টার। এরপরই প্যারেড গ্রাউন্ডে সভা করবেন প্রধানমন্ত্রী। তার আগে একটি প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন তিনি। এদিন সিটি গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এদিকে খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করতে হয়েছে মোদির। বাগডোগরা থেকে হেলিকপ্টারে তাঁর সিকিমে যাওয়ার কথা ছিল। বাগডোগরা থেকে প্রধানমন্ত্রী সিকিমের কর্মসূচিতে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তৃতা করেছেন। আলিপুরদুয়ারের কর্মসূচি সেরে হেলিকপ্টারে হাসিমারা বায়ুসেনা ছাউনির উদ্দেশে রওনা দেবেন মোদি। হাসিমারা বায়ু সেনা ছাউনি থেকে বিকেল ৪টে ২৫ মিনিটে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান পাটনা এয়ার পোর্টের উদ্দেশ্যে উড়ে যাবে।
 
					 
			 
		 
		 
		 
		