আমুদরিয়া নিউজ: সীমান্তে দায়িত্ব পালনরত সেনাদের ঘরোয়া আইনি ঝামেলা থেকে মুক্ত রাখতে এই প্রথমবার অভিনব প্রকল্প চালু হচ্ছে দেশের বিচারব্যবস্থার তরফে। এই অভিনব প্রকল্পের নাম ‘নালসা বীর পরিবার সহায়তা যোজনা ২০২৫’। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত শনিবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে একটি কনফারেন্সে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি ‘নালসা বীর পরিবার সহায়তা যোজনা ২০২৫’-এর আনুষ্ঠানিক সূচনা করেন। কনফারেন্সে যোগ দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং জম্মু ও কাশ্মীরের লেফ্টেন্যান্ট গভর্নর মনোজ সিংহ। নালসার পুরো কথা ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি। তার এগ্জ়িকিউটিভ চেয়ারম্যান বিচারপতি কান্ত। নতুন এই প্রকল্পের সার কথা— ‘‘তোমরা সীমান্তে দেশের সেবা করো, আমরা তোমাদের পরিবারের খেয়াল রাখব।’’ এই সহায়তা শুধু সেনা নয়, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি-র মতো আধাসামরিক বাহিনীর সদস্যদের জন্যও প্রযোজ্য হবে।