আমুদরিয়া নিউজ: ধর্ষণ, জোর করে গর্ভপাত করানোর অভিযোগে এবার বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে নোটিস পাঠাল পুলিশ। মঙ্গলবার তাঁকে নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এক মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। অভিযোগকারিণীর দাবি, তাঁকে একটি স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান। তারপর একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ মহিলার। শুধু তাই নয়, পরে চাপ সৃষ্টি করে তাঁকে গর্ভপাত করাতেও বাধ্য করেন কার্তিক মহারাজ বলে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। গোটা ঘটনা জানিয়ে গত বৃহস্পতিবার তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই অভিযোগকে একেবারেই আমল দেননি মহারাজ।
