মাথাভাঙ্গাঃ প্রতিবাদে রাজনীতির রঙ জড়িয়ে থাকার অভিযোগ তুলে আন্দোলনকারী এক সমাজকর্মীর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে কোচবিহারের মাথাভাঙা শহরের চৌপথী এলাকায় ওই ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যের অন্যান্য এলাকার মত মাথাভাঙাতেও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী ও ভারতীয় গননাট্য সংঘের মানব বন্ধন ও প্রতিবাদ সভা হয়। সভা শেষে তৃণমূল কর্মীরা এসে রাস্তায় চটির ছবি একে শাসক দলের বিরুদ্ধে কু মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তোলেন।
ভিডিও দেখুন এখানে: https://youtu.be/-4QkiOCMfwA
ওই সময় আন্দোলনের সাথে যুক্ত মাথাভাঙার বিশিষ্ট স্মাজ কর্মী প্রদ্যুত সাহা সেখানে উপস্থিত ছিলেন। অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁর উপড়ে হামলা চালায়। পরে রাস্তায়ন আঁকা শাসক বিরোধী মন্তব্য মুছে দেওয়া হয়। তৃণমূল কর্মীদের দাবি, আরজিকরের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসও প্রতিবাদ করছে। যাতে অভিযুক্তদের ফাঁসির সাজা হয়, সেই দাবিও তুলেছে।
ওই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম ও বিজেপি রাজনীতি করছে। ক্ষমতা দখলের চেষ্টা করছে। এটা কোন ভাবেই মেনে নেওয়া হবে না বলে কার্যত হুশিয়ারি দিয়েছেন তৃণমূল কর্মীরা।
আন্দোলন কর্মসূচির আয়োজকদের পক্ষে ভারতীয় গণনাট্য সংঘের মাথাভাঙা শাখার সম্পাদক জানিয়েছেন, আমরা গান কবিতা নৃত্য ছবি আঁকার মধ্যে দিয়ে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাতে চেয়েছি। কিন্তু প্রতিবাদ কর্মসূচি শেষ হওয়ার পর যে ঘটনা ঘটেছে। তা বাঞ্ছনীয় নয়। আমরা চাই মানুষের বাক স্বাধীনতা থাকুক।