আমুদরিয়া নিউজ: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বই। শনিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে মুম্বইতে। সোমবারও তা অব্যাহত। জলের তলায় চলে গিয়েছে শহরের বহু রাস্তা। বন্ধ স্কুল-কলেজ। কুরলা, চেম্বুর ও অন্ধেরির বহু এলাকায় হাঁটুজল জমে গিয়েছে। কোথাও কোথাও ডুবে গিয়েছে রেললাইনও। খারাপ আবহাওয়ার জেরে বিমানবন্দরের উড়ানেও প্রভাব পড়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম। সোমবার মুম্বই ও সংলগ্ন অঞ্চলের জন্য নতুন করে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। সোমবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝড়েরও সম্ভাবনা রয়েছে। কোঙ্কণ-গোয়াতে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়াতেও অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। আগামী ২৩ তারিখ পর্যন্ত সেখানে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।
