আমুদরিয়া নিউজ: দেশের মধ্যে মহিলাদের জন্য সব থেকে বেশি নিরাপদ শহরের তালিকা প্রকাশিত হলো। আর সেই তালিকার শীর্ষে রয়েছে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। এছাড়াও এই তালিকায় রয়েছে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক, ইটানগর এবং মুম্বই। অন্যদিকে, সবচেয়ে কম নিরাপদ শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে পাটনা, জয়পুর, ফরিদাবাদ, দিল্লি, কলকাতা, শ্রীনগর এবং রাঁচিকে। বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে ‘ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স অন ওম্যান সেফটি (NARI)-২০২৫’। এই প্রতিবেদন প্রকাশ করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয়া রাহতকার। দেশের ৩১টি শহরের ১২ হাজার ৭৭০ জন মহিলার উপরে সমীক্ষা করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। সমীক্ষায় উঠে এসেছে যে ১০ জনের মধ্যে ৬ জন মহিলা নিজেদের শহরে সুরক্ষিত বোধ করেন। ৪০ শতাংশ এখনও অসুরক্ষিত বা খুব একটা সুরক্ষিত নয় বলে অনুভব করেন। তবে সন্ধ্যার পর গণ-পরিবহন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসকে মোটেই সুরক্ষিত বলে মনে করেন না তাঁরা। ওই প্রতিবেদন অনুসারে কোহিমা এবং শীর্ষে থাকা শহরগুলিতে মহিলা-বান্ধব পরিকাঠামো গড়ে উঠলেও পাটনা, জয়পুরের মতো শহরগুলিতে এই পরিকাঠামো অনেক দুর্বল।
