আমুদরিয়া নিউজ: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের থাকা মুখি নামে একটি চিতা পাঁচটি শাবকের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার কুনো কর্তৃপক্ষ তা জানিয়েছে। ভারতের ‘প্রজেক্ট চিতা’র জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাফল্য।
২০২৩ সালের ২৯ মার্চ নামিবিয়া থেকে আসা চিতা জ্বালার গর্ভে জন্ম হয়েছিল মুখির। জন্মের কিছুদিনের মধ্যেই মা তাকে ছেড়ে যায়। তার সঙ্গে জন্মানো তিনটি শাবক গরমে মারা যায়। মুখি তখন খুবই দুর্বল হয়ে পড়ে। কুনোর পশু-চিকিৎসক দলেরা তাকে উদ্ধার করে পালন করেন। সেখান থেকেই শুরু মুখির বাঁচার লড়াই। তবে মুখি মা হিসেবে কেমন করবে, তা নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। কারণ বনজীবনে ছোট চিতারা মা-চিতা থেকে শিকার শেখে, কিন্তু মুখির নিজের সেই অভিজ্ঞতা নেই।