আমুদরিয়া নিউজ : সেবকে করোনেশন সেতুর বয়স হয়েছে অনেক। সেখানে দ্বিতীয় সেতু তৈরির জাবি দীর্ঘদিনের। স্বাধীনতার পর থেকে সাড়ে ৭ দশক পরেও সেই সেতুর কাজ করানো হয়নি। অবশেষে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের কয়েক মাস আগে কেন্দ্রীয় সড়ক পরিবহণ দফতর সেবকে দ্বিতীয় সেতু তৈরির কাজের দরপত্র চেয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে ওই টেন্ডার প্রক্রিয়া শেষ করার কথা।
শুক্রবার দার্জিলিঙের সাংসদ ও বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্ত জানান, দার্জিলিং জেলার সেবক থেকে এলেনবাড়ি পর্যন্ত তিস্তা নদীর উপর একটি নতুন সেতুর টেন্ডার অনুমোদন হয়েছে। তিনি বলেন, ইংরেজি নতুন বছরে এলাকাবাসীকে সুন্দর উপহার দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি এবং মাননীয় কেন্দ্রীয় সড়ক, পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করী জিকে ধন্যবাদ জানাই।
তিনি দাবি করেন, করোনেশন সেতুর বিকল্প নির্মাণ যাতে হয়, সে জন্য তিনি দীর্ঘ ছয় বছর ধরে কঠোর পরিশ্রম করে চলেছেন। তাঁর এই স্বপ্নের প্রকল্প বাস্তবে রূপ পাচ্ছে দেখে রাজু বিস্ত ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এদিন সাংসদ করোনেশন সেতু এলাকায় গিয়ে প্রস্তাবিত সেতুর খসড়া ছবি দেখেন। ইঞ্জিনিয়রদের সঙ্গে কথা বলেন। এলাকাবাসীদের সঙ্গেও কথাবার্তা বলেছেন সাংসদ। এখন দেখার এটি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে দীর্ঘমেয়াদের কাজ হিসেবে চলবে নাকি সত্যিই দ্রুত বিকল্প সেতু তৈরি হবে, তা নিয়েই এখন নানা মহলে আলোচনা চলছে।
সেবকে দ্বিতীয় সেতুর কাজ, ১১৭৩ কোটি টাকার টেন্ডার ডাকায় খুশি সাংসদ
Leave a Comment