আমুদরিয়া নিউজঃ টলিউডের সুপার স্টার অভিনেতা দেবকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা কলেজের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার উত্তরবঙ্গের মালদা শহরে এসেছিলেন অভিনেতা দেব এবং তার আপ কামিং সিনেমা খাদান এর অন্যান্য কলা কুশলীরা। এদিন মালদা কলেজের নবীন বরণ উৎসব ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন অভিনেতা দেব। সেই অনুষ্ঠান মঞ্চে নাচে গানে ডায়ালোগে খাদান সিনেমার প্রমোশন সারলেন অভিনেতা দেব ও অন্যান্য কলাকুশলীরা। অভিনেতা দেবকে সামনে দেখতে পেয়ে আনন্দে ভাসেন কলেজের নবীন থেকে শুরু করে অন্যান্য ছাত্রছাত্রীরা। খাদান সিনেমার ডায়ালোগ দিতে দেখা যায় অভিনেতা দেবকে।
এছাড়া অন্যান্যদের নাচে গানে মহা সমারোহে এদিনের অনুষ্ঠান জমে ওঠে। এদিন রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়েও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হন সুপার স্টার দেব। সেখানেও অভিনেতাকে ঘিরে চরম উন্মাদনা ছিল ছাত্রছাত্রীদের মধ্যে। সেখানেও তার নতুন সিনেমার প্রমোশন হয়। অভিনেতা দেব ও খাদান সিনেমার অন্যান্য কলাকুশলীরা নাচ গানের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের আনন্দ দেন।অভিনেতা দেব ছাড়াও এই সিনেমাতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। সব মিলিয়ে খাদান সিনেমা নিয়ে চরম উৎসাহ দর্শকদের মধ্যে।