আমুদরিয়া নিউজ ডেস্ক: শিলিগুড়িতে সুকান্তনগরে কোলের মেয়েকে কুয়োয় ফেলে মারার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার সুকান্তনগর এলাকার ঘটনা। পুলিশ শিশুটির মাকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শিশুটির বয়স বড় জোর ১ মাস। দমকল গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ তদন্ত করছে। তবে মহিলা মানসিক অবসাদগ্রস্ত বলে অনেকে জানিয়েছেন।
মৃতার স্বামী জানান, তিনি ঘুমিয়েছিলেন। সেই সময়ে ঘটনাটি ঘটেছে।