আমুদরিয়া নিউজ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র প্রধান টেড্রস আধানম ঘেব্রেয়েসুস জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৬০০ জনের বেশি রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এই রোগীদের মধ্যে বহু শিশু ও গুরুতর অসুস্থ মানুষ রয়েছেন। তবে তিনি এও জানিয়েছেন, জুলাই ২০২৪ থেকে ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত কমপক্ষে ১,০৯২ জন রোগী চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অপেক্ষায় মারা গেছেন, এবং আসল সংখ্যা সম্ভবত আরো বেশি। অনেক হাসপাতালে বিদ্যুৎ ও জ্বালানির অভাব রয়েছে, যার ফলে জরুরি চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। ডব্লিউএইচও আশা প্রকাশ করেছে, সব দেশ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে গাজার অসুস্থ মানুষদের পাশে দাঁড়াবে এবং তাদের জীবন বাঁচাতে সহযোগিতা করবে।