আমুদরিয়া নিউজ: ডুরান্ডের প্রথম ম্যাচে মহমেডান স্পোর্টিংকে ৩-১ গোলে হারাল মোহনবাগান। এদিন ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মোহনবাগানের। ২৩ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। দুরন্ত ফ্রিকিকে সবুজ-মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন লিস্টন। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বাগানে বিপর্যয়। ঝামেলায় জড়িয়ে পড়ে ৪৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আপুইয়া। ফলে দ্বিতীয়ার্ধে ১০ জনে খেলতে হয় মোহনবাগানকে। যদিও জয় পেতে সমস্যা হল না আইএসএল চ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে গোল শোধ করেন অ্যাশলে। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়ে দ্রুতই ঘুরে দাঁড়ায় মোহনবাগান। ৬২ মিনিটে লিস্টনের দারুণ পাস থেকে গোল করেন সুহেল ভাট। তারপর দীর্ঘক্ষণ চেষ্টা করলেও আর সমতা ফেরাতে পারেনি মহামেডান। ম্যাচের একেবারে শেষ মিনিটে এসে পেনাল্টি থেকে গোল করেন লিস্টন।