আমুদরিয়া নিউজ: এবার ভারতীয় দম্পতিদের অন্তত তিনটি সন্তান নেওয়ার পরামর্শ দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার আরএসএসের প্রতিষ্ঠা শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মোহন ভাগবত বলেন, সব ভারতীয় দম্পতির উচিত তিন সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করা। জনবিন্যাসের পরিবর্তন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রশ্নের জবাবে ভাগবত বলেন, বিশেষজ্ঞরা বলেন যে তিন সন্তানের কম জন্মহার রয়েছে এমন সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। সেজন্য, তিন সন্তানের বেশি জন্মহার থাকা উচিত। ভাগবত বলেন, “ভারতের জনসংখ্যা নীতিতে ২.১ সন্তান জন্মের পরামর্শ দেওয়া হয়। তবে, এর অর্থ একটি পরিবারে দু’টি নয় তিনটি সন্তান থাকা উচিত। প্রতিটি নাগরিকের লক্ষ্য হওয়া উচিত তার পরিবারে যেন তিন সন্তান থাকে।”
