আমুদরিয়া নিউজ: ওভালে দুরন্ত বোলিংয়ে ভারতকে ম্যাচ জেতানোর পর নিজের কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে উঠলেন মহম্মদ সিরাজ। বুধবার টেস্ট ক্রমতালিকা প্রকাশিত করেছে আইসিসি। তাতে বোলারদের তালিকায় ১৫ নম্বরে রয়েছেন সিরাজ। ওভালে ৯ উইকেট তাঁকে ১২ ধাপ এগিয়ে দিয়েছে। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ১৬তম স্থানে উঠেছিলেন সিরাজ। বোলারদের ব়্যাঙ্কিংয়ে একনম্বরে যশপ্রীত বুমরা। অন্যদিকে ওভাল টেস্টে রান না পাওয়ার কারণে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে পতন হয়েছে শুভমন গিলের। ওভাল টেস্টের আগে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিলেন গিল। তবে শেষ টেস্টে দুই ইনিংসে ২১ ও ১১ রান করেন। যার ফলে র্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে গিল বর্তমানে আছেন ১৩তম স্থানে। টেস্ট ব়্যাঙ্কিংয়ে এগোলেন যশস্বী জয়েসওয়াল। ওভালে শতরানের পর পঞ্চম স্থানে উঠে এলেন তিনি। একনম্বর স্থান নিজের দখলে রেখেছেন জো রুট।