আমুদরিয়া নিউজ: ২০০৯ সালে কংগ্রেসের হাত ধরে রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন। এ বার প্রশাসনের অংশ হিসেবে নয়া ইনিংস শুরু করতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজ়হারউদ্দিন। শুক্রবার, ৩১ অক্টোবর তেলঙ্গানা মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তাঁর। তবে জনতার ভোটে নির্বাচিত হয়ে নয়, বিধান পরিষদের নিয়ম অনুযায়ী তেলঙ্গনার রাজ্যপালের কোটায় এমএলসি হিসেবে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিধানসভায় মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে আজহারউদ্দিন ২০০৯ সালে হাতশিবিরে যোগ দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। সে বছর কংগ্রেসের টিকিটে মোরাদাবাদ থেকে লোকসভা আসনে জিতেছিলেন তিনি।
 
					 
			 
		 
		 
		 
		