আমুদরিয়া নিউজ ব্যুরো : চলতি মাসের শেষে আমেরিকায় একটি শীর্ষ বৈঠকে যোগ দিতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের যাওয়ার কথা। সেখানকার কর্মসূচির ফাঁকে দুজনের বৈঠক হতে পারে বলে একটি সূত্রে আশা প্রকশ করা হয়।
বৃহস্পতিবার একটি সংবাদ সূত্র দাবি করেছে, ভারতের প্রধামন্ত্রীর সঙ্গে আলাদা করে কোনও বৈঠকের সম্ভাবনা প্রায় নেই। কারণ, আমেরিকায় তিন দিনের সফরে মোদীর এতটুকুও বাড়তি সময় নেই। তার উপরে মোদি ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। আরেকটি সূত্র বলছে, বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে সে দেশের শীর্ষ নেতাদের কয়েকজন যেভাবে ভারত সম্পর্কে সমালোচনা করছেন সেটাও একটা কারণ হতে পারে।