আমুদরিয়া নিউজ : কেন্দ্রের অর্থ কমিশনের একটি প্রতিনিধি দল এসেছে রাজ্যে। তাঁরা নবান্নে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসবে। সেখানে আমন্ত্রিত সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এবং তিনি আজ সেখানে যাচ্ছেন। তৃণমূল রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পরে মহম্মদ সেলিম কোনদিন নবান্নে যাননি। মহম্মদ সেলিম সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তিনি ওই বৈঠকে যোগ দিতে যাবেন।