আমুদরিয়া নিউজ: দুর্গাপুরের সরকারি সভা থেকে ফের তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনেননি প্রধানমন্ত্রী। বরং উন্নয়নকে হাতিয়ার করলেন তিনি। মোদী বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় এলেই বাংলা দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ রাজ্য হয়ে উঠবে। এটা আমার বিশ্বাস। কিন্তু তৃণমূল বাংলাকে শিল্পোন্নত হতে দিচ্ছে না। তাই তৃণমূল বাংলা থেকে সরাতে হবে। পশ্চিমবঙ্গকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে, এখানে নতুন বিনিয়োগ আসে। কর্মসংস্থান তৈরি হয়। কিন্তু যত দিন তৃণমূল থাকবে, তত দিন এ সব হবে না।’’এদিন তাঁর বক্তৃতার মধ্যে এক সময়ে প্রধানমন্ত্রী স্পষ্ট বাংলাতেই বলেন, “তৃণমূল যাবে তবেই বাংলায় আসল পরিবর্তন হবে।” সেই সঙ্গে বলেন, “বিকশিত বাংলা মোদীর গ্যারান্টি। বিকশিত বাংলার বিজেপির সঙ্কল্প।”
