আমুদরিয়া নিউজ: পহেলগাঁও হামলার ঠিক দু’সপ্তাহের মাথায় বদলা নিয়েছে ভারত। পাক অধিকৃত কাশ্মীর ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গিঘাঁটি। আর এই অভিযানের পরই ক্যাবিনেট বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা সকলের জন্য গর্বের মুহূর্ত।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমাদের সেনা আধিকারিকরা সামান্য সময়ের মধ্যে নিখুঁত অপারেশন চালিয়েছেন। এই অপারেশন সফলভাবে শেষ হয়েছে।’
তাঁর কথায়, ‘গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে ছিল। আমরা আমাদের সেনার জন্য গর্বিত।’ জানা যাচ্ছে আজই অপারেশন সিঁদুর নিয়ে আপডেট দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে বৃহস্পতিবার সকাল ১১ টায় সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। সেখানে অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত আলোচনা হবে সমস্ত দলের সঙ্গে।