আমুদরিয়া নিউজ : ভারতের এক গ্রামে রয়েছে আজব সব নামের বাসিন্দা। একই গ্রামে বাস করেন গুগল, ফেসবুক, কংগ্রেস-রা। আবার মোদী, ওবামারাও থাকেন এই গ্রামে। জানেন, কোথায় আছে সেই গ্রাম। যেখানে রয়েছে আমেরিকা, জাপান, হাইকোর্ট নামের মানুষও। আশ্চর্যের এই গ্রাম কর্নাটকের ধরওয়ার জেলায়। গ্রামের নামটি ভদ্রপুর। এ গ্রামে বসবাসকারী জনজাতিদের নামটিও বেশ মজার। জনজাতির নাম হাক্কি পিক্কি। এই গ্রামে কোনো সন্তান জন্মানোর পর তার বাবার মুখ দেখে প্রথমে যা মনে আসে, সেটাই হয় সন্তানের নাম। নামকরণের এই অদ্ভুত রীতি হাক্কি পিক্কিদের মধ্যে যুগ যুগ ধরে প্রচলিত। তা থেকেই এখন মজাদার সব নামকরণের রীতি চালু হয়েছে। বছর দশেক বা তার কিছু বেশি সময় ধরে তা হয়ে চলেছে।
